বিমান বিধ্বস্তের পর আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৬ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দক্ষিন আমেরিকার দেশ কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে চার শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি শিশুর বয়স মাত্র ১১ মাস।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার ‘দেশের জন্য আনন্দের’ ঘোষণা দিয়ে এ খবরের কথা প্রকাশ করেন। খবর এএফপি’র।
পেট্রো টুইটারে খবরটি শেয়ার করে বলেন, সামরিক বাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর শিশুদের খুঁজে পাওয়া যায়।
কর্তৃপক্ষ শিশুদের উদ্ধারে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ শতাধিক সেনা সদস্যকে অনুসন্ধান কাজে নিয়োজিত করে।
জানা গেছে, ওই শিশরা একটি বিমানে ভ্রমণ করছিল। বিমানটি ১ মে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় প্রাপ্ত বয়স্ক তিন ব্যক্তি নিহত হয়।
উদ্ধারকারীরা ধারণা করছেন, বিমান দুর্ঘটনার পর থেকে এই চার শিশু দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস।