রাজধানীর বাতাসে আজ উন্নতির ছোঁয়া
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫১ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
রাজধানী ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এমন তথ্যই জানিয়েছে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা। তাদের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক আজ ঢাকার মানের স্কোর হচ্ছে ৭৬।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। ঢাকার অবস্থান ২৬তম, স্কোর ৭৬।
advertisement
তালিকায় দেখা গেছে, বুসানের পরের স্থানে, ১৫২ স্কোর নিয়ে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এ ছাড়া ওই তালিকায় দূষণের শীর্ষ দশটি শহরের মধ্যে রয়েছে নেপালের কাঠমান্ডু, সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গ; হংকং এবং উগান্ডার কাম্পালা।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।