ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৯:০০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা হারানো ৭ বছরের কন্যাশিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মা হারানো পাবনার সাত বছরের এক কন্যাশিশুকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। ওই শিশুকে বাবার জিম্মায় রাখার বিষয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ আজ এ রায় দেন। তবে নানির জিম্মায় এ শিশু সাবালিকা হওয়া পর্যন্ত থাকবেন। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।

নানি জাহানারা বেগমের পক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে আইনজীবী ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক)। 

শিশুটির ৭ দিন বয়সে তার মা আইরিন পারভীন ২০১৯ সালের ১০ জুন মৃত্যুবরণ করেন। ৫ মাস বয়স থেকে সে খালা ও নানির কাছে আদালতের আদেশ মোতাবেক থাকছিল। এর মধ্যে তার বাবা পুনরায় আদালতে রিভিশন আবেদন করলে পাবনার অতিরিক্ত দ্বিতীয় দায়রা আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন।

পরে নানি জাহানারা বেগম সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে কোয়াশমেন্ট (বিচারিক আদালতের রায় বাতিল চেয়ে) আবেদন করেন। হাইকোর্ট রুল জারি এবং শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন।

সে অনুসারে আজ উভয়পক্ষ হাজির হন। এরপর আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকতে চেয়েছে। এরপর আদালত বিচারিক আদালতের রায় বাতিল করে শিশুটিকে নানির জিম্মায় দেন। শিশুটি সাবালিকা না হওয়া পর্যন্ত নানির কাছে বড় হবে। 

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানিয়েছেন, বাবাকে শিশুটির ভরণপোষণ দিতে হবে।