চট্টগ্রাম বন্দরে পদ্মা সেতুর ১৫ রেল কোচ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২১ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চীন থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পদ্মা রেল সেতু প্রকল্পের আওতায় আরও ১৫টি ব্রডগেজ রেল কোচ। শনিবার সন্ধ্যায় এসব রেল কোচ জাহাজ থেকে নামানোর প্রক্রিয়া শেষ হয়।
রেলওয়ে প্রকল্প পরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সন্ধ্যা নাগাদ সবকটি কোচ জাহাজ থেকে খালাস হয়। কোচগুলো হালিশহরে রেলওয়ের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রাখা হবে। এরপর সিজিপিওয়াই থেকে এসব কোচ বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হবে।
রেল কর্তৃপক্ষ বলছে, আগামী বছর জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। এ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।
জানা গেছে, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের জন্য এখন পর্যন্ত ৮০টি কোচ সরবরাহ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। সেগুলো সৈয়দপুরে চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, পদ্মা রেলসেতু প্রকল্পের নতুন কোচগুলো গতকাল বন্দরে এসেছে। রাতেই সেগুলো নামানো শুরু হয়। আজ সন্ধ্যায় এ কাজ শেষ হয়েছে।