ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১৩:৩১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ‘গুয়াম’ দ্বীপাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঘড় ‘মাওয়ার’। এর তাণ্ডবে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার গুয়াম উপকূল দিয়ে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঘড়টি বয়ে গেছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৩ কিলোমিটারের বেশি।

এ সময় প্রায় ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়। যার কারণে প্লাবিত হয়েছে গুয়ামের মধ্য ও উত্তরাঞ্চল। ভেঙ্গে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার। যেগুলো সংস্কারে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।


এদিকে ঘূর্ণিঘড় আঘাত হানার আগেই এক লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল কর্তৃপক্ষ। এছাড়া দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবার, পর্যাপ্ত পানি ও ওষুধ সংগ্রহে রাখার তাগিদ দেয়া হয়। বর্তমানে তাইওয়ান ও ফিলিপাইনের দিকে সরে যাচ্ছে ঘূর্ণিঘড়টি। সূত্র: নিউ ইয়র্ক টাইমস