ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৪:২৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৭ মে ২০২৩ শনিবার

নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় নারী ও শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আটক দালালদের নাম ও পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে তথ্য দেন। এ ছাড়া উদ্ধারকৃতরা মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারি নাকি কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতজন শিশু রয়েছে।

ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ার জনৈক আমিন শরীফের বসতঘরে মানব পাচারকারি চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থল থেকে মানব পাচারকারি চক্রের জড়ো করা ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আটক মানব পাচারকারি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।