আলোকিত নারী সম্মাননা পেলেন আফরোজা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আলোকিত নারী সম্মাননা-২০২৩ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান। অর্থ ও বাণিজ্য প্রকাশনা বিজনেস ডাইজেস্টের উদ্যোগে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনাসভা ও আলোকিত নারী সম্মাননা-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফরোজা রহমান বলেন, একজন নারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভোক্তাদের অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাচ্ছি, যাতে করে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
অভিযোগের বিষয়ে ভোক্তাদের আরও উৎসাহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় ভোক্তাদের জন্য কাজ করি। তাদের উচিত হবে আমাদের ও
পর আস্থা রাখা।
অর্থ ও বাণিজ্য প্রকাশনা পাক্ষিক বিজনেস ডাইজেস্টের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) আমেনা বেগম।