ঢাকা, রবিবার ২৯, ডিসেম্বর ২০২৪ ৬:৩৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ এএম, ৩১ মে ২০২৩ বুধবার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রথম বাংলা সবাক সিনেমা 'মুখ ও মুখোশ' এর অন্যতম অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

মঙ্গলবার দুপুরে উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৬ বছর বয়সে পেয়ারী বেগমের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার শোকবার্তায় বলেন, দেশের প্রথম বাংলা চলচ্চিত্রে অন্যতম কেন্দ্রীয় 'নাজমা' চরিত্র রূপায়নকারী অভিনয়শিল্পী পেয়ারী বেগম আমাদের সিনেমাজগতে সাহসী পথিকৃত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সেই সময় খুব কম নারীই চলচ্চিত্রে অভিনয়ে এগিয়ে এসেছেন।

১৯৫৬ সালের আগস্টে ঢাকার ‘রূপমহল’ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।