ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৫:৫৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চান্দিনায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় আজ বুধবার প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রধান অতিথি বলেন, দেশে অর্ধেকের বেশি নারী। নারীদেরকে বসিয়ে রেখে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব না। পুরুষের পাশাপাশি নারীদের  দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারা এ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে। সেই সাথে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে একজন ভালো উদ্যোক্তাও হতে পারবেন । সরকারের উদ্দেশ্যে মূলত নারীদের পরাধীনতার শিকল থেকে আত্মনির্ভশীল ভাবে গড়ে তোলা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ,ও  জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন।