ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২৩:৫৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাহিদ নিয়াজীর শিল্পকর্ম প্রদর্শনী ‘ম্যানিফেস্টেশন’ কাল শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার

চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজী।  ছবি : সংগৃহীত।

চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজী। ছবি : সংগৃহীত।

চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২ জুন)। ঢাকার ধানমন্ডিতে আলিয়ান্স ফ্রসেসে কাল সন্ধ্যা ৬টায় এই প্রদর্শনী উদ্বোধন করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।

১২ দিনের এই প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত। প্রতিদিন ৩টা থেকে ৯টা (রোববার বন্ধ) পর্যন্ত সকলের জন্য প্রদর্শনীতে উন্মুক্ত।

‘ম্যানিফেস্টেশন’ (কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া) নাহিদ নিয়াজীর ষষ্ঠ একক শিল্পকর্ম প্রদর্শনী। এর আগে দেশ-বিদেশে তার আরও পাঁচটি একক প্রদর্শনী হয়েছে। সমকালীন এই শিল্পীর গ্রুপ প্রদর্শনী হয়েছে প্রায় ২০টি।

সরকার নাহিদ নিয়াজী নিজের কাজের মাধ্যমে আমাদের চারপাশের ঘুণে ধরা, পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেওয়ার চেষ্টা করেন। নান্দনিকতার ছোঁয়ায় নতুন রূপে তুলে আনেন পুরাতনকে। কাঠের মতো কঠিন ও রসহীন জিনিসকে রঙ ও তুলির ছোঁয়ায় তিনি প্রাণসম্পন্ন ও আকর্ষণীয় বিষয়ে পরিণত করেন। নতুন ও সুন্দরকে উপস্থাপন করাই এই শিল্পীর কাজ।

নাহিদ নিয়াজী তৈরি বস্তুকে রঙ ও রূপের মধ্যে রেখে শিল্পের সীমারেখা নির্ধারণ করেন। এই শিল্পীর অগণিত কাজের দিকে চোখ রেখে অনুধাবন করা যায় যে, তার তৈরি ফর্মগুলো একই সঙ্গে রেটোরিকাল এবং বাস্তব। এদের তৈরি করা হয়েছে সম্পর্ক তৈরির জন্য।

নাহিদের শিল্পকর্মগুলো উপযোগিতা এবং নান্দনিকতার মধ্যে যেমন সম্পর্ক তৈরি করে তেমনি শিল্পের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্কও নতুন আলোতে দেখতে সহযোগিতা করে। এই দ্বৈততার মধ্যে দিয়ে সমকালীন এই শিল্পীর শিল্পকর্মে বস্তুতত্ব ও নাটকীয়তা অনুভব করা সম্ভব হবে।

প্রদর্শনীতে মোট ২৫টি কাজ রয়েছে। সাম্প্রতিক সময়ে করা এই কাজগুলো ক্যানভাস, কাঠ এবং কার্টনের (বক্স) ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অঙ্কণ করা।