ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৯:০৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে অর্থের বিনিময়ে ফেসবুকে ব্লু টিক সুবিধা 

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে অর্থের বিনিময়ে ব্লু টিক সুবিধা চালু করেছে মেটা। নির্দিষ্ট খরচ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ সুবিধা উপভোগ করা যাবে।

সংস্থাটি জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপের জন্য নিয়ে আসা হয়েছে। আর এটা এখন ভারতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য উপলব্ধ। মেটা ব্লু টিক ভেরিফাই পরিষেবা গ্রহণ করার জন্য মাসিক ৬৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। আর আগামী কয়েক মাসের মধ্যে ওয়েবে প্রতি মাসে ৫৯৯ টাকার বিনিময়ে এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

উল্লেখিত মাসিক চার্জ ছাড়াও ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্টে ব্লু টিক লাগাতে সরকারি আইডি দিতে হবে।

ব্লু টিকধারীরা যে সুবিধা পাবে

মেটা জানিয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্টগুলো ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে সুরক্ষা পাবে এবং কোম্পানির পক্ষ থেকে আরও ভালো অ্যাকাউন্ট সাপোর্টও দেওয়া হবে। 

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বের অনেক দেশে মেটা ভেরিফাইড পরিষেবা ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা এটিকে ভারতেও চালু করছি।’

ব্লু টিক পেতে যে শর্ত পূরণ করতে হবে

ভেরিফাইড পরিষেবা নিতে চাইলে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া তাদের অ্যাকাউন্টে ন্যূনতম অ্যাক্টিভিটি থাকতে হবে, পাশাপাশি অ্যাকাউন্টে পুরো নাম ও প্রোফাইল ফটো থাকতে হবে, যা ব্যবহারকারীর আপলোড করা সরকারি আইডির সঙ্গে মিলে যাবে।