ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১২:৩৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে ৪ শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমাজনের গহীন অরণ্যে বিমান বিধ্বস্তের ঘটনার প্রায় ৪০ দিন পর জীবিত অবস্থায় চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণ হারান বিমানটির প্রাপ্তবয়স্ক তিন আরোহী। অলৌকিকভাবে বেঁচে যাওয়া চার শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। বাকিদের বয়স ৯ বছর, ৪ বছর ও ১২ মাস মাত্র।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে আমাজনের কলম্বিয়া অংশে। এ বিষয়ে শনিবার (১০ জুন) টুইট বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, দেশের জন্য আনন্দের খবর। কলম্বিয়ান জঙ্গলে হারিয়ে যাওয়া চার শিশুকে জীবিত পাওয়া গেছে।

গত ১ মে আমাজনের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় প্লেনটি। এতে প্রাপ্তবয়স্ক তিন আরোহী নিহত হন এবং নিখোঁজ হয় চার শিশু। দুর্ঘটনার পর নিখোঁজ শিশুদের উদ্ধারে প্রশিক্ষিত কুকুরসহ শতাধিক সৈন্য পাঠানো হয়েছিল জঙ্গলে। উদ্ধারকারীরা লাঠি ও ডালপালা দিয়ে তৈরি ঘরের মতো একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুঁজে পেলে বিশ্বাস করতে থাকেন, সেখানে বেঁচে যাওয়া ব্যক্তিরা রয়েছে। এরপর অনুসন্ধান প্রচেষ্টা আরও জোরদার করা হয়।