রাজধানীতে চালু হচ্ছে ‘স্মার্ট পার্কিং ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের সমস্যা সমাধানে চালু হতে যাচ্ছে ‘স্মার্ট পার্কিং ব্যবস্থা’। মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ি পার্কিং সেবার দেওয়ার এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। খুব শিগগিরই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, যত্রতত্র পার্কিং রোধ করতে ঘণ্টাপ্রতি ফি নিয়ে অ্যাপের মাধ্যমে সড়কের পাশে পার্কিংয়ের ব্যবস্থা করবে ডিএনসিসি। গাড়ির মালিক বা চালক অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আশপাশে কোথায় পার্কিং স্লট ফাঁকা রয়েছে। পরে সেখানে গিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন। ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে গুলশানের কয়েকটি সড়কে পার্কিংয়ের স্থানও নির্ধারণ করেছে সংস্থাটি। তবে প্রকল্পটি এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়নি। খুব শিগগিরই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও যানজট নিরসনে আমরা এই স্মার্ট পার্কিং প্রকল্প হাতে নিয়েছে। সবকিছু প্রস্তুত করে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই পাইলট প্রকল্প হিসেবে প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় এটি চালু করব। সফল হলে পরবর্তীতে অন্যান্য এলাকাগুলোতেও ‘স্মার্ট পার্কিং ব্যবস্থা’ চালু করব।