ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১১:৫৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা হাসপাতালে, আদালতে নবজাতক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। তবে সন্তান প্রসব নারী নিজের পরিচয় বলতে না পারায় সদ্য ভূমিষ্ঠ নবজাতককে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (১৩ জুন) বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১২ জুন) বিকেলে শিশুকে রাজশাহী নারী ও শিশু আদালতে পাঠানো হয়। এ সময় আদালত নবজাতককে ছোটমনি নিবাসে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, রোববার (১১ জুন) দুপুরে বাঘা শাহদৌলা সরকারি কলেজের উত্তর দিকের আমগাছ তলায় ওই নারীকে বসে থাকতে দেখেন স্থানীয় গৃহবধূ সাবিনা খাতুন। এ সময় বাঘা বাজারের তুহিন আহম্মেদের বাড়ির গেটের সামনে ওই নারীকে সন্তান প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একটি কন্যাসন্তান প্রসব করেন।

গৃহবধূ সাবিনা খাতুন জানান, রোববার বিকেল ৪টায় ওই নারীকে দেখে সুবর্না নামের আরেক গৃহবধূসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা পরীক্ষার পর প্রসব ব্যথার যন্ত্রণা বুঝতে পেরে ডেলিভারি রুমে পাঠান। এ সময় সেখানে নার্সের তত্ত্বাবধানে কন্যাসন্তান প্রসব করেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের ঠিকানা কিছুই বলতে পারেননি। বিষয়টি থানায় অবগত করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। ইতোমধ্যে ওই নারীর বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও পরিচয় জানা যায়নি। সোমবার বিকেল সাড়ে ৩টায় শিশুকে রাজশাহী আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশক্রমে  শিশুকে ছোটমনি নিবাসে রাখা হবে।