ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এদের মধ্যে ৬৩ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ১ জন নরসিংদী, ২  জন চট্টগ্রাম, ২ জন কক্সবাজার, ১ জন নাটোর এবং ১ জন রাজশাহী জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪০ হাজার ৬৮১ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫২ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।KSRM

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১০৬৭ টি নমুনা সংগ্রহ ও ১০৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৯৮৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।