রবীন্দ্রনাথ-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ জুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 'রবীন্দ্র-নজরুল জন্মোৎসব' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী কাল ১৬ জুন।
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি।
আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন গীতাঞ্জলি'র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।
সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলির শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য ও বাদ্য পরিবেশন করবেন।