মালয়েশিয়ায় বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় সদ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জনকারী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্স থেকে বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে মরদেহটি উদ্ধার করেছে সেরডাং জেলা পুলিশ।
সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান বলেন, সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্সে ওই বাংলাদেশি নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিহত বাংলাদেশি নারীর নাম সাদিয়া জামান। তার বয়স আনুমানিক ৩৪ বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতের বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারী তার স্বামীর সঙ্গে বেশ কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এবং তার বন্ধুরা ঘটনার আগের দিন একটি ডিনার পার্টিতেও যোগ দিয়েছিলেন। সে সময় তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে দেখা যায়নি।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি বাংলাদেশে ফিরতে চাননি| সম্প্রতি তার মা মারা যান। তার পরিবারে কেবল বাবা ও স্বামী রয়েছেন।
পুলিশ আরও জানায়, মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। সেরডাং হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। এটিকে আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।