ফেনীতে কোরবানির জন্য ১ লাখের বেশি পশু প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফেনীতে আসন্ন কোরবানি পশুর বাজারকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন জেলার খামারিরা। এবার লোকসান কাটিয়ে লাভের স্বপ্ন দেখছেন প্রান্তিক কৃষক থেকে শুরু করে বড় খামারিরাও।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির ঈদে ফেনীতে চাহিদা রয়েছে ৮০ হাজার ৮০০ পশু। এ বিপরীতে জেলার বিভিন্ন খামারি ও প্রান্তিক পশু পালনকারীদের কাছে ১ লাখের বেশি পশুর যোগান আছে। এ ছাড়াও অনেকে নিজেরা লালন পালন করে কোরবানি করে থাকেন। সে হিসাবে ১ লাখ ২ হাজার পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় খামারের পশু ও দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চলের পশু দিয়ে কোরবানির চাহিদা খুব সহজেই পূরণ হয়ে যাবে। প্রায় বছরই ফেনীর বড়-ছোট খামারিদের পাশাপাশি বিশেষ করে নোয়াখালী, সিরাজগঞ্জ, মাদারীপুর জেলা থেকে আসা গরুতেই এ চাহিদা পূরণ হয়ে থাকে।
জেলার খামারি আরাফাত খান বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নিজ উদ্যোগে শহরের পাঠান বাড়ির পশ্চিম দিকে মোকছেদুর রহমান সড়কে ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু পাইকারি ও খুচরা সুলভমূল্যে বিক্রি চলছে। পশু মোটাতাজাকরণ আসলে পেশা নয়। শুধুমাত্র শখের বসে এ প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করেছি।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ফেনীতে চাহিদার তুলনায় বেশি পরিমাণ পশু আছে। এ ছাড়া ফেনীর মানুষ নিজেরা ব্যক্তিগতভাবে কোরবানি করতে বেশি পছন্দ করেন। সে হিসেবেও পশুর ঘাটতির আশঙ্কা নেই।