ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৯:৪৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুনামগঞ্জে ঢলের পানিতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন।সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ডুবন্ত সড়ক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।  

পুলিশ সূত্রে জানা যায়,  সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের পানির স্রোতে তারা ভেসে যান। 
তারা শাল্লার হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এবং তাদের দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫)। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 
নিখোঁজের পরিচয় নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।

শাল্লার মূল সড়কে ওঠার সময় একটি কালভার্টের কাছে ডুবে যাওয়া সড়ক পার হতে গিয়ে দুই শিশুসহ ওই মা পানিতে পড়ে যান। এ সময় প্রবল স্রোত তাদের ভাসিয়ে দাড়াইন নদীর দিকে নিয়ে যায়। ঘটনাটি দেখে পথচারীরা উদ্ধারে এগিয়ে গেলেও ব্যর্থ হন। শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম শুরু না হওয়ায় উপজেলা প্রশাসন, পুলিশসহ এলাকাবাসী দাড়াইন নদীতে কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর ব্যর্থ হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, শাল্লায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি রাতে হওয়ায় আমাদের ডুবুরি সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালানোর সুযোগ নেই। সকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে ডুবুরি দিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাবে।