ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৮:৪৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতায় ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে ৪১ জন নিহত

হন্ডুরাসে নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে ৪১ জন নিহত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে সংঘবদ্ধ সহিংসতা ও আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে।
পুলিশ এ তথ্য জানিয়েছে।

প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সহিংসতার পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। নিহতদের মধ্যে কতজন নারী আছেন তা জানা যায়নি।

পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা জানিয়েছেন, রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই কারাগারে মঙ্গলবার সহিংসতার ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে তিনি ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। এরা সকলেই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছে।

কারাগারে আটক বন্দি পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার ভোরে একটি গ্রুপের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্রুপের সেলে যায় এবং আগুন ধরিয়ে দেয়।

হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো টুইটারে এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জবাবদিহির আওতায় আনতে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।