ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬০ জন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন। এদের মধ্যে ঢাকায় ২৮২ জন এবং ঢাকার বাইরে ৭৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১,০০৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৯২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৯২৪ জন। এদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।