ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় ১ জনের মৃত্যু: শনাক্ত ১৪৬ জন 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

দেশে করোনায় ১ জনের মৃত্যু: শনাক্ত ১৪৬ জন 

দেশে করোনায় ১ জনের মৃত্যু: শনাক্ত ১৪৬ জন 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত পুরুষের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকার বাসিন্দা। এ সময়ে আরও ১৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

শনাক্তদের মধ্যে ১৩৩ জন ঢাকা মহানগর, ২ জন নরসিংদী, ৩ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার, ৩ জন বগুড়া, ১ জন দিনাজপুর, ২ জন বরিশাল এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা। 

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার  ৮৯৪ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪০ টি নমুনা সংগ্রহ ও ১৬৪০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৭৭৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।