ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৯:২৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বগুড়ায় কোরবানির জন্য সোয়া ৭ লাখ পশু প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসছে কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়া জেলার ৪৪ হাজার ৩২৯ জন খামারি সাত লাখের বেশি পশু প্রস্তুত করেছেন।

বৃহস্পতিবার (২২ জুন) জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোরবানির জন্য ৭ লাখ ৩৬ হাজার ৪৯৫টি পশু পশু প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা পশুর মধ্যে বলদ ৪১ হাজার ৮০৬টি, ষাঁড় ১ লাখ ৭৬ হাজার ৪৯০টি, মহিষ ২ হাজার ৬৬০টি, গাভী ৫০ হাজার ৪৫১টি, ভেড়া ৩১ হাজার ৪৭৩টি ও ছাগল ৪ লাখ ৩৩ হাজার ৬১৫টি।

এদিকে মোট প্রস্তুত পশুর মধ্যে বগুড়া সদরে ৭১ হাজার ৭০৩টি, আদমদীঘিতে ৪৭ হাজার ৬৩৮টি, সারিয়াকান্দিতে ৬৫ হাজার ৮০৬টি, সোনাতলায় ৫৬ হাজার ৪১৯টি, গাবতলীতে ৬৫ হাজার ২৮টি, কাহালুতে ৬১ হাজার ৮৮০টি, দুপচাঁচিয়ায় ৫৯ হাজার ৯৮৫টি, শিবগঞ্জে ৬৩ হাজার ৫৫৩টি, নন্দীগ্রামে ৪৯ হাজার ১৭১টি, ধুনটে ৬২ হাজার ১৩২টি, শাজাহানপুরে ৫৩ হাজার ১২০টি ও শেরপুরে ৭০ হাজার ১৬২টি।


বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ জানান, কোরবানি ঈদের আর কিছুদিন বাকী আছে। হাটগুলোতে পশু বিক্রি শুরু হয়েছে। প্রতিটি হাটে মেডিকেল টিম কাজ করছে।