ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ১০:৪৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনামাটির প্লেট থেকে হলুদের দাগ তোলার ৬ টিপস

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অতিথিদের তো আর স্টিলের থালায় খেতে দেওয়া যায় না। এর পরিবর্তে আমরা চীনামাটির থালা বাসন ব্যবহার করি। কিন্তু আসন ঝামেলা শুরু হয় অতিথিরা চলে যাওয়ার পর! চীনামাটির পাত্রে লেগে থাকা হলুদ দাগ তুলতে নাজেহাল হতে হয় কম-বেশি সকলকেই। তবে চিন্তার কোনও কারণ নেই! সাধের চীনামাটির বাসন ঝকঝকে রাখতে মেনে চলতে হবে শুধু কয়েকটি সহজ টিপস!

দেখে নিন, চীনামাটির বাসন নতুনের মতো করে তুলতে কোন কোন উপায়ের সাহায্য নেবেন -

বেকিং সোডা পেস্ট:
দুই টেবিল চামচ বেকিং সোডায় কয়েক ফোঁটা জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে চীনামাটির বাসনে মিনিট ২০ মাখিয়ে রাখুন। তারপর ঘষে ঘষে হলুদের দাগ তুলে ফেলুন।

টুথপেস্ট:
একটি টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে জলে ভিজিয়ে নিন। বাসনের দাগের জায়গায় এটি দিয়ে ভাল করে ঘষুন। মিনিট খানেক স্ক্রাব করার পর আরও ৫ মিনিট এ ভাবে রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে বাসন ধুয়ে ফেলুন।

লবণ এবং ভিনেগার:
লবণ এবং ভিনেগার উভয়ই যে কোনও ধরনের দাগ তুলতে দারুণ কার্যকর। একটি বাটিতে ভিনেগার আর নুন মিশিয়ে নিন। চীনামাটির পাত্রগুলি এই মিশ্রণটি দিয়ে ভাল করে মেজে নিন। মিনিট দশেক এ ভাবে রেখে দিন। তারপর সাবান জলে ধুয়ে নিন।

লেবুর রস:
লেবুর রসে একটি পরিষ্কার টুথব্রাশ ডুবিয়ে নিন। বাসনের গায়ে লেগে থাকা হলুদের দাগের উপর লেবুর রস দিয়ে ভালো ভাবে স্ক্রাব করুন। আরও ১০ মিনিট এ ভাবে বাসনগুলি রেখে দিন। পরে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

গরম জল:
এক বালতি গরম জলে সব কয়টি চীনামাটির বাসন ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর ডিশ ওয়াশিং সাবান এবং জল দিয়ে বাসন ঘষে ধুয়ে ফেলুন। তবে জল যেন খুব বেশি গরম না হয়, নইলে বাসন ভেঙে যেতে পারে। হালকা গরম জল ব্যবহার করবেন।

লেবুর খোসা:
উষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে বাসনগুলি ভিজিয়ে রাখুন। এ বার লেবুর খোসা দিয়ে বাসনের দাগের উপর ভালো করে ঘষে নিন। এতে সহজেই দূর হবে বাসনের উপর লেগে থাকা হলুদের দাগ।