গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী ফ্রাঙ্কি হাফ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ব্রিটিশ অভিনেত্রী ফ্রাঙ্কি হাফ। অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
টেলিভিশন অনুষ্ঠান ‘হলিওকস’ সিরিজের সাবেক এ অভিনেত্রী দুই ছেলে এবং ভাগ্নের সঙ্গে ভ্রমণের সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গত ১৪ মে।
গত ২২ জুন সংবাদমাধ্যম মিররের প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রাঙ্কির মৃত্যুর পর গত ৯ জুন সমাহিত করা হয়েছে তাকে। তার অল্পবয়সী সন্তানদের পুনরুদ্ধারের জন্য ‘গো ফান্ড মি’ তহবিলের ব্যবস্থা করা হয়েছে।
অভিনেত্রীর বন্ধু ডেবি রাইট মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, ফ্রাঙ্কি ১৮ সপ্তাহের গর্ভবতী ছিলেন। এছাড়া অভিনেত্রীর সহ-অভিনেতা পল ড্যানান সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ফ্রাঙ্কের মৃত্যুতে।
একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় অভিনেত্রীর গাড়ি। এ সময় গাড়িতে তার সঙ্গে দুই ছেলে টমি, নাইন ও ভাতিজা টোবিয়াস ছিলেন। দুর্ঘটনার পর তাদের বিমানের মাধ্যমে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে টমি ও টোবিয়াসকে কোমায় রাখা হয়।
ফ্রাঙ্কি ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত হলিওকসে অভিনয় করেছেন। এছাড়া মার্সিবিট, হার্টবিট, হোয়ার দ্য হার্ট ইজ এবং ওয়ার ইন দ্য ব্লাড-এ অন্যন চরিত্রে অভিনয় করেছেন।