ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৭:৩৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

বুধবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা। আজ বিকেলে মহাসড়কের আশেকপুর, রাবনা, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ বিভিন্ন এলাকায় কোনো যানজট দেখা যায়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বুধবার ভোরে সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ায় সকালে যানজট শুরু হয়। তবে, দুপুরের পর থেকে চাপ কমতে থাকে। বিকেল থেকে মহাসড়কে যানবাহন নেই বলা যায়।

এদিকে, গত ২৬ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।