ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৮:২৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজশাহীতে চুলার আগুনে পুড়ে মরলেন স্কুলশিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারায় আগুনে পুড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মাদারিগঞ্জ বাজারে তাদের বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম ফরিদা ইয়াসমিন (৪৮)। তিনি দূর্গাপুর উপজেলার শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় এ শিক্ষিকার দুই ছেলেও দগ্ধ হন। তারা হলেন- রাশিদুল বাশার (২৫) এবং রাফিউল বাশার (১৯)। আহতদের দুজনকে সকালে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা নিতে বলেন।

চিকিৎসকরা জানান, আহত দুই ভাইয়ের মধ্যে রাশিদুলের শরীরের ৫০ শতাংশ এবং রাফিউলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের ঢাকায় নেয়া হচ্ছে। বড় ভাই রাশিদুল বাশার রাজশাহী বারিন্দ মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অন্যজন এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাগমারা মাদারিগঞ্জ বাজারের একটি বাড়িতে গত রাত আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে চারটায় ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বাড়িটির তৃতীয় তলা থেকে ফরিদা ইয়াসমিনের মরদেহ ও তার আহত দুই ছেলেকে উদ্ধার করেন তারা। এ ঘটনায় বাড়িটির নিচতলায় থাকা ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন ঘরে ফ্রিজ, গ্যাসের চুলা গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ পুড়ে যায়। দুটি দোকানের অন্তত এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানানো হয়। ঈদের ছুটিতে বাড়িটিতে আর কেউ না থাকায় আর কারো হতাহতের খবর পাওয়া যায়নি।