ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৬:৪৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী‌দের `ধাক্কা` দি‌য়ে ছিনতাই কর‌তো চক্রটি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সদস্যরা হলেন- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) এবং মো. রনি (১৯)।

রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার ১০নং গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর ম‌ডেল থানার পু‌লিশ।

গ্রেপ্তার ছিনতাইকারীরা মহিলাদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা 'ধাক্কা পার্টি' নামে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত মেয়েদের কাছ থেকেই ছিনতাই করেন। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করেন।

এরপর কোন মহিলাকে দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই মহিলার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা মহিলার ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান।

মিরপুর ম‌ডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেপ্তারকৃতরা রোববার সন্ধ্যায় ধাক্কা দিয়ে নারী‌দের কাছ থে‌কে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। নারী‌দের চিৎকা‌রে পু‌লিশ গি‌য়ে ছিনতাইকারী‌দের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত‌দের কাছ থে‌কে ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।