কানাডিয়ান সাংবাদিক ও লেখক বোম্বার্ডিয়ার মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
কানাডিয়ান খ্যাতিমান সাংবাদিক, নারীবাদী এবং ঔপন্যাসিক ডেনিস বোম্বারডিয়ার
কানাডিয়ান খ্যাতিমান সাংবাদিক, নারীবাদী এবং ঔপন্যাসিক ডেনিস বোম্বারডিয়ার মঙ্গলবার মারা গেছেন। তার পারিবার এ খবর জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বোম্বার্ডিয়ার তার কট্টর নারীবাদী দৃষ্টিভঙ্গির জন্য বেশ পরিচিত। তিনি কানাডিয়ান মিডিয়ার র্যাংকের মধ্য দিয়ে উঠে আসা প্রথম নারীদের একজন। ১৯৭০ এবং ৮০ এর দশকে রেডিও কানাডায় শীর্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের হোস্টিং এবং জীবদ্দশায় অনেক সেলিব্রিটিদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন তিনি।
বোম্বারডিয়ার মন্ট্রিয়েলের একটি উপশম কেন্দ্রে মঙ্গলবার মারা যান। তার পারিবারিক সূত্র একথা বলেছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, ‘দৃঢ, আবেগপ্রবণ, বুদ্ধিমান, সাহসী ডেনিস বোম্বারডিয়ার ছিলেন আরও অনেক কিছু।’
‘কুইবেকের উপর তার প্রভাব ছিল অপরিসীম এবং তার উত্তরাধিকার বেঁচে থাকবে, এতে কোন সন্দেহ নেই।’
বোম্বার্ডিয়ারের ফ্রান্সের সাথেও দৃঢ় সম্পর্ক ছিল। যেখানে তিনি শিক্ষাজীবন শেষ করেন।