ফেনীর প্রথম নারী ডিসি শাহীনা আক্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ফেনী জেলা প্রশাসক (ডিসি) পদ রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ এ বিষয়ে মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) প্রজ্ঞাপন জারি হয়েছে৷
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার৷ তিনি ফেনীর প্রথম নারী ডিসি হিসেবে যোগ দেবেন৷
২০১৮ সালের ৮ নভেম্বর কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন ২৭তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার। এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
২০১৭ সালের ১৫ অক্টোবর তিনি কালিহাতী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেছিলেন। মুছাম্মৎ শাহীনা আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গর্বিত সন্তান।
অন্যদিকে, ফেনীর বিদায়ী ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসান স্থানীয় সরকার বিভাগে উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হচ্ছেন৷ তিনি ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন৷