ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৬:৩২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘লাল শাড়ি’ পরে অপুর সিনেমা দেখলেন নায়িকারা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদে মুক্তি পেয়েছে ‘ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মধ্যে দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি।

মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ঈদের দ্বিতীয় সপ্তাহেও ভালো ব্যবসা করছে ‘লাল শাড়ি’ সিনেমাটি।

এরই মাঝে শুক্রবার (৭ জুলাই) বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে অপুর সিনেমা দেখতে হাজির হন একঝাঁক নায়িকা ও অভিনেতা। 

যাদের মধ্যে ছিলেন নায়িকা অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, প্রার্থনা ফারদিন দিঘী, দোয়েল ম্যাশ, নির্মাতা সোহানুর রহমান সোহান, অভিনেতা সুব্রত, রাশেদ মামুন অপুসহ অনেকে।   

অপু বিশ্বাস বলেন, ‘খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীরা অনেকেই এসেছেন। ঈদে দর্শক অন্যদের সিনেমার পাশাপাশি 'লাল শাড়ি' সিনেমাটা দেখছে। ভালো ভালো রিভিউ দিচ্ছে। এটা আমার প্রথম প্রযোজিত সিনেমা, আবেগের একটা বিষয়। সবাই এসে আমাকে সাহস জুগিয়েছে। এটা সত্যি অনেক আনন্দের, ভালোলাগার।


চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘খুব ভালো লাগছে। অপু বিশ্বাসকে ধন্যবাদ এতো সুন্দর সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। আশা করছি, সামনে আরও তার প্রযোজিত সিনেমা দেখবে দর্শক।’

অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, সুন্দর একটা গল্পের সিনেমা ‘লাল শাড়ি’। দর্শক দেখে প্রচুর এনার্জি শরীরে এসে ভর করে। আরও ভালো কাজ করতে আগ্রহ কাজ করে। প্রেক্ষাগৃহে দর্শকের হাততালি শব্দ শুনে মনটা ভরে গিয়েছে। কাজের এমন স্বীকৃতি পেয়ে নিঃসন্দেহে আমার খুব ভালো লাগছে। 

উল্লেখ্য, ‘লাল শাড়ি’ সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

//এস//