খুলনা মেডিকেলে ১৯ ডেঙ্গু রোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪১ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রোববার (৯ জুলাই) সকালে হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুভাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে আর সাতজন রোগী ভর্তি হয়েছেন। নতুন সাজনসহ বর্তমানে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত খুলনায় সর্বমোট ৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, এদের অধিকাংশই দেশের অন্য এলাকা থেকে ভ্রমণ করে এসেছেন। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, পূর্ণ পোশাক পরিধান, বৃষ্টির পানি জমতে না দেওয়াসহ সচেতন হবে।