ঢাকার বাতাস সহনীয়, আজ দূষণের শীর্ষে দুবাই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বায়ুদূষণের শীর্ষে উঠে এলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এদিকে, রাজধানী ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে রয়েছে।
রোববার (৯ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা দুবাইয়ের দূষণ স্কোর হচ্ছে ১৭২ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরটির স্কোর হচ্ছে ১৫২। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৫১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
অপরদিকে, দূষণমাত্রার তালিকায় ২০ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা এবং স্কোর ৭২ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।