ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৭:৪৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাকাতের কাপড় কোথায় পাবেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:১৫ এএম, ২ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৮:০০ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

জাকাতের কাপড় চলে এসেছে বাজারে। অাসলে জাকাতের কাপড় বলে নির্দিষ্ট কিছু নেই। আপনার সাধ্য অনুযায়ী শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ছোটদের রকমারি পোশাক জাকাত হিসেবে দিতে পারেন। নতুন কাপড়ে আনন্দের রেশ যেন থাকে প্রতিটি ঘরে, এমন চিন্তাকে সামনে রেখে প্রতিবছর জাকাতের অর্থ বিভিন্ন ভাবে বণ্টন করার পাশাপাশি অনেকেই একটি অংশ দিয়ে কাপড় কিনে দেন দরিদ্রদের।

 

জাকাতের কাপড়ের মধ্যে বিক্রি বেশি হয়ে থাকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি। চাহিদা রয়েছে সালোয়ার কামিজেরও। বিক্রেতারা বলেন, জাকাতের সাধারণ চার থেকে পাঁচটি আইটেম হয়। এসবের মধ্যে এখন থ্রি-পিসের চাহিদা বাড়ছে।

 

ইসলামপুরে জাকাতের জন্য শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৮০ টাকায়। গুলিস্থান কিংবা বঙ্গবাজার থেকে শাড়ি কিনতে চাইলে পাবেন ২৫০-৩৫০ টাকার ভেতর। এ ছাড়া ফার্মগেট ও নিউমার্কেটে পাবেন ৩০০-৪৫০ টাকায়। নুরজাহান মার্কেটে পাবেন ছাপার শাড়ি, দাম শুরু ২৮০ টাকা থেকে ১ হাজার টাকা। ঢাকা আহসানিয়া তাঁতঘরে জাকাতের শাড়ি পাবেন ৩৩০ থেকে ৬ হাজার টাকায়। 

 

ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ থেকে ২৫০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে। ফার্মগেট সুপার মার্কেটে লুঙ্গি পাবেন ২০০ থেকে ৩০০ টাকা। নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে লুঙ্গি পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়। নুরজাহান সুপার মার্কেটে জাকাতের জন্য ছাপা লুঙ্গি পাবেন ২১০ থেকে ৩০০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ২৪০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

 

এছাড়াও জাকাতের জন্য নিউমার্কেট ও নুরজাহান মার্কেটে থ্রি-পিছ পাবেন ৪০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া বাচ্চাদের শার্ট, প্যান্ট কিংবা গেঞ্জির সেট ২০০- ৪৫০ টাকায় পাবেন নিউমার্কেট, বঙ্গবাজার ও ফার্মগেট মার্কেটে।