নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৪ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন তিনি।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রেবেকা মমিন আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন ও সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী। তার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল জানান, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। খুব সাদামাটা জীবনযাপন করতেন তিনি। মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য তার কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।