ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৭:৪৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলেজছাত্রকে চাপা দেওয়ার পর শিশুকে পিষে মারল বেপরোয়া বাস  

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর সময় এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

সঙ্গে থাকা জাহিদের বড় ভাই ইমরান হোসেন বলেন, জাহিদকে নিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজায় যাচ্ছিলাম। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস জাহিদকে চাপা দেয়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জাহিদ মিরপুর বাঙলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন। সম্প্রতি অনলাইনে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অনলাইনে ক্লাস করছিলেন। আগামী ২৫ আগস্টের আগেই তার চীনে যাওয়ার কথা ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কলেজছাত্রের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটি হাতিরঝিলের রাস্তায় ঢুকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি এক শিশুকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে।