ঢাকা, শনিবার ০১, ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একদিনে ডেঙ্গু আক্রান্ত ৪৪৯, মৃত্যু নেই  

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৪৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত এই রোগে কেউ মারা যাননি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৪৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮৪ জন ও ঢাকার বাইরে ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৩৭ জন ও ঢাকার বাইরে ১৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৪ জন ও ঢাকার বাইরে ১৯ জন।

চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৩১ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৯৪১ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ৮৯০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ১৩ হাজার ৫১৮ জন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯ হাজার ১১২ জন ও ঢাকার বাইরে চার হাজার ৪০৬ জন।

বর্তমানে সারাদেশে চার হাজার ২২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৭৫৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ৪৬৫ জন।