বাচ্চা কোলে নিয়ে ঘুরে ঘুরে, সুযোগ বুঝে চুরি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ইতি বেগম (২৭) নামে এক নারীকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের হুপ মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৫ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ইতি তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেন। পরে সুযোগ বুঝে নারীদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন। ইতি সাভার থানার আশুলিয়া চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে। ইতি একজন পেশাদার চোর। বিভিন্ন বাসা ও দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সে জন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে অনেক সময় মানুষ ছেড়ে দেয় তাকে। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল নিয়ে সটকে পরেন।
ওসি মহসীন আরও বলেন, শুক্রবার সন্ধ্যায়ও মিরপুরের হুপ মার্কেটে একই কায়দায় দুইটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইতি। পরে উপস্থিত মানুষজন তাকে আটকে রাখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।