ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:৪৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার কারাবাসে জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৩ এএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৫:১০ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের ঘটনায় আবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।শুক্রবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংয়ে কারাগারে খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।


প্রশ্নোত্তর পর্বের শুরুতেই খালেদা জিয়ার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন বাংলাদেশি এক সাংবাদিক। এ সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন ফারহান হক।


ওই সাংবাদিক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে অমানবিক অবস্থায় আটক রয়েছেন। কারাগারে যেখানে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ থাকে না। তাকে যে খাবার দেয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের। যদিও তিনি বিতর্কিত এ মামলাটিতে জামিন পেয়েছিলেন কিন্তু সরকার তাকে মুক্তি দেয়নি। এ বিষয়ে ফারহান হকের বক্তব্য জানতে চান তিনি।


খালেদা জিয়ার ব্যাপারে জাতিসংঘ আগের অবস্থানে রয়েছে জানিয়ে ফারহান হক বলেন, ‘এ বিষয়টিতে আমরা ইতিমধ্যে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। মামলার প্রক্রিয়া নিয়ে অতীতে যে প্রতিক্রিয়া জানিয়েছি তার বাইরে নতুন কোনো তথ্য আমার কাছে নেই।’