ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৩:৫০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউরোপজুড়ে তাপপ্রবাহ ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে এরই মধ্যে ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কবাতায় সুস্থ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অধিবাসীদের সাবধানে থাকার কথাও জানানো হয়েছে। খবর বিবিসি।

রেড অ্যালার্ট জারি হওয়া শহরের তালিকায় রোম, ফ্লোরেন্স ও বোলোগনার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। আগামী সপ্তাহে ইউরোপজুড়ে আরো একটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে তাপমাত্রা আরো বাড়তে পারে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা দিতে পারে। স্বাভাবিক আবহাওয়ার নিয়মেই গ্রীষ্মকালে গরম বেশ অনুভূত হয়। তবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে গরমকাল দ্রুত চলে আসছে, তাপপ্রবাহ তীব্র হয়ে উঠছে এবং গরমকাল দীর্ঘস্থায়ী হচ্ছে।

ইতালীয় সরকার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় বেলা ১১টা থেকে বিকাল ৬টার মধ্যে সরাসরি সূর্যালোক এড়িয়ে চলতে বলেছে। একই সঙ্গে বয়স্ক ও দুর্বলদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছে। এদিকে গত কয়েক দিনে গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে পর্যটকদের সুরক্ষা বিবেচনায় দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অ্যাক্রোপলিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

দেশটিতে দাবানলের মারাত্মক ঝুঁকি রয়েছে। বিশেষ করে কিছু এলাকা দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে ব্যতিক্রমী তাপপ্রবাহের কারণে ২০২১ সালে গ্রিসে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছিল। গরমে বমি ভাব ও মাথা ঘোরা বোধ করা লোকদের সহায়তা করতে গ্রিক রেড ক্রস স্বেচ্ছাসেবীদের নির্দেশ দিয়েছে। 

উচ্চ তাপমাত্রা মধ্য ইউরোপেও ছড়িয়ে গেছে, বিশেষ করে জার্মানি ও পোল্যান্ড গরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। চেক আবহাওয়া অফিস সতর্কতা জারি করে বলেছে, সপ্তাহান্তে তাপমাত্রা ব্যতিক্রমীভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, জেট স্ট্রিম বা বায়ুপ্রবাহ দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে ইউরোপে গরমের মাত্রা বেড়েছে এবং যুক্তরাজ্যে নিম্নচাপ পরিস্থিতি সৃষ্টি করেছে, যার প্রভাবে সেখানে বৃষ্টিসহ আবহাওয়া শীতল থাকবে। দান্তের ইনফার্নোতে থাকা তিন মাথাওয়ালা মনস্টারের নামানুসারে ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি ইউরোপের বর্তমান তাপপ্রবাহের নামকরণ করেছে ‘সারবেরাস’।

ইতালীয় আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, পরবর্তী তাপপ্রবাহের প্রভাবে আগামী সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, উত্তর আফ্রিকা এবং জাপানের কিছু অংশেও তাপপ্রবাহ দেখা দিয়েছে। মানুষকে দিনে অন্তত দুই লিটার পানি পান করতে বলা হয়েছে। একই সঙ্গে কফি ও অ্যালকোহল এড়ানোর পরামর্শ দেয়া হয়েছে, যা দেহে পানিশূন্যতা তৈরি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা কোপার্নিকাসের মতে, গত মাসটি ছিল এ যাবৎকালের রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণতম জুন। তবে ২০২১ সালের আগস্টে সিসিলিতে ইউরোপে সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮ দশমিক ৮ সেলসিয়াস। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী এর মধ্যেই প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। কার্বন নির্গমন হ্রাস না করলে ক্রমেই আরো বিপজ্জনক দিকে যাবে তাপমাত্রা।