দ. কোরিয়ার টানেলে ডুবো বাস থেকে ১৩ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৩ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বন্যা কবলিত দক্ষিণ কোরিয়ার নর্থ চুংচেওং প্রদেশের চেয়ংজিউ শহরের অদূরের একটি টানেল থেকে ১৩ মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, এসব মরদেহের বেশির ভাগ উদ্ধার হয় ডুবে যাওয়া একটি বাস থেকে। ৬শ’ ৮৫ মিটার দীর্ঘ এ টানেলে আরও কতজন আটকা রয়েছেন তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলেছে, টানেলে ১৫টি গাড়ি ডুবে গেছে।
এদিকে, টানা ভারী বর্ষণে দক্ষিণ কোরিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। বন্যার পানি ঢুকেছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
এসব এলাকার হাজারো মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
পানির তোড়ে ভেসে গেছে অনেকগুলো গাড়ি। সেই গাড়ি খুঁজতে একটি টানেলে গিয়েছিলেন উদ্ধারকর্মীরা। এ পর্যন্ত দেশটিতে বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।