বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বরিশালে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন। এ সময় নিহত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত এক নারী।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বরিশাল স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ জন ব্যক্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। পাশাপাশি এক নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫১০ থেকে ৫১৫ জনে দাঁড়িয়েছে।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী করোনার চেয়েও ভয়াবহ এবং এর মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তাই সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে এর ভয়াবহতা আরও কঠিন হবে।