মাকে বাসা থেকে বের করে দিয়েছে ছেলে, রাস্তায় কাটছে রাত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৪ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে সিপি মোড়ে গত সাত দিন দিন ধরে এক বৃদ্ধা মহিলা অবস্থান করছেন। তার নাম শাকিলা বেগম। বাসা ঢাকায়। তিনি তার বাসার ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না।
শাকিলা বেগম কান্নার স্বরে জানান, আমার ছেলে এবং আমার ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে উঠিয়ে দিয়ে বলেছে আর যেন তাদের বাসায় না ফিরি। চোখ যেদিকে যায় সেদিকে তুমি চলে যাও। বৃদ্ধা মহিলা তার ছেলের কাছ থেকে মোবাইল নাম্বার চাইলে তার ছেলে তাকে মোবাইল নাম্বারও দেয়নি। পরে বাসের ড্রাইভার তাকে হিলি সিপি মোড়ে নামিয়ে দেয়।
শনিবার (২২ জুলাই) সকালে এসব জানান বৃদ্ধা শাকিলা বেগম।
তিনি আরও বলেন, তার বাসা ঢাকায়। তার ছেলের নাম জামিল। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ছেলে এবং ছেলের বউয়ের সাথেই থাকতেন। আমি বাড়িতে আমার ছেলের কাছে ফিরতে চাই।
হিলির চারমাথা মোড়ের বাসিন্দা রবিউল ইসলাম সুইট বলেন, আমি গত সাত দিন ধরে আমার বাসায় বারান্দায় এই বৃদ্ধ মহিলাকে থাকতে দেখতেছি। একপর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারছেন না। শুধু বলছেন তার ছেলে এবং ছেলের বউ তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। আমি মাঝে মাঝে তাকে খাবারও কিনে দিয়েছি। তার বয়স প্রায় ৮০ বছর ছুঁই ছুঁই হবে। পরে উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, আমি বৃদ্ধ মহিলার বিষয়ে জানতে পেরেছি। ইতোমধ্যে সমাজসেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।