নিষেধাজ্ঞা শেষ, সাগরে মাছ ধরতে প্রস্তুত জেলেরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৬ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টানা ৬৫ দিন পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ফলে উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। খোশমেজাজে পুরোদমে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তারা।
রোববার (২৩ জুলাই) সকালে স্থানীয় জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (২৩ জুলাই) মধ্যরাতে আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। সাগরে মাছ শিকারে জেলেদের প্রস্তুতি সম্পন্ন। এতদিন ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করছেন জেলেরা। আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করেছেন। প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। দীর্ঘ দুই মাস বেকার সময় কাটিয়ে নতুন উদ্যমে ইলিশ শিকার ও বিক্রিতে মেতে উঠবেন তারা।
এতে এতদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফেরার অপেক্ষায়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় কক্সবাজারের প্রায় ছোট-বড় ৭ হাজার মাছ ধরার বোট সাগরে নামার প্রস্তুতি নিচ্ছে। বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।
জেলেরা জানান, ঘড়ির কাঁটা কখন রোববার রাত ১২টায় পৌঁছাবে এখন শুধু সেই অপেক্ষা। নদীতে নামতে প্রস্তুত কক্সবাজারে দুই লক্ষাধিক জেলে। আগে থেকেই জাল, নৌকাসহ ইলিশ ধরার অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা তার আগে ঘূর্ণিঝড় মোখায় এমনিতেই জেলেদের দুর্দিন গেছে। তাই এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে। দীর্ঘদিন পরে এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। আমাদের রুটি-রুজির পথ খুলেছে। যে কারণে জেলে পল্লীগুলোতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে সাগরে মাছ ধরতে একটি বোটে খরচ হয় প্রায় সাত লাখ টাকার মতো। এবছর যেহেতু বৃষ্টি একটু কম, সাগরে মাছ পাওয়া নিয়ে আশংকায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে মিষ্টি পানি আর লবণাক্ত পানি মিশ্রিত হলেই মাছের আকার বড় হয়।