নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৭ এএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর নিথর দেহ অনেকক্ষণ ধরে ঘরের ভেতরে পড়ে ছিল, কেউ টের পায়নি।
রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা।
নিহতরা হলেন, সাইদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফছানা আক্তার (২৫)। সাইদুল-আফছানা দম্পতির আব্দুল্লাহ (১০) ও ফাতেমা (৫) নামে দুটি সন্তান রয়েছে।
কলমাকান্দার সিধলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সবার অগোচরে স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী আফছানা আক্তার ঘরে থাকা পুরনো স্টিলের আলমারি রং করে ঘরের বেড়ার পাশে রাখতে যান। এ সময় আলমারির সাথে একটি বিদ্যুতের তার লাগলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সাইদুলের বাবা তাজুল ইসলাম গিয়ে দুজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।