প্রথমবারের মত ডাচ সুন্দরী হল ট্রান্সজেন্ডার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার
ডাচ ট্রান্সজেন্ডার রিকি কোলে
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছেন ছেলে হিসেবে বেড়ে ওঠা রিকি কোলে। ২২ বছর বয়সী রিকি একজন ট্রান্সজেন্ডার। ডাচ বন্দর নগরীতে ছেলে হিসাবে বেড়ে ওঠা রিকি একজন নারী হয়ে উঠেছেন। তিনিই দেশটির প্রথম ট্রান্সজেন্ডার যিনি মিস নেদারল্যান্ডস জিতেছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
দুই সপ্তাহ আগে এক জমকালো অনুষ্ঠানে মিস নেদারল্যান্ডসের মুকুট জয় করে নেন রিকি কোল। বিজয়ী ঘোষিত হওয়ার পর সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘সত্যিই এটা আমার বছর। এটা আমার কাছে একটা বড় স্বীকৃতি। ৯৪ বছর পর প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে এই খেতাব জেতাটা ছিল সবচাইতে সুন্দর মুহূর্ত।’
মিস নেদারল্যান্ডস প্রতিযোগিতার আয়োজকেরা বলেন, ‘রিকি কোলের জীবনে এই অর্জনের পিছনে রয়েছে স্পষ্ট লক্ষ্যসহ শক্তিশালী একটি গল্প’।
আগামী নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবেন রিকি। ২০১৮ সালে স্পেনের প্রতিনিধিত্ব কারী অ্যাঞ্জেলা পন্সের পর রিকিই হবেন দ্বিতীয় ট্রান্সজেন্ডার নারী যিনি এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
মিস নেদারল্যান্ডস জয়ী ঘোষিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন নেতিবাচক বার্তার পাশাপাশি হুমকিও পেয়েছেন। এমনকি কেউ কেউ তাকে হত্যার হুমকিও দিচ্ছেন বলে জানায় এই নেদারল্যান্ডস সুন্দরী ।