ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:৪৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুরে নিজ বাসায় আ. লীগ নেত্রী খুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৩ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:২১ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সীকে (৫৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে শহরের ষোলঘর পাকা মসজিদ-সংলগ্ন এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় খুন হন তিনি।



রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। খুনের ঘটনায় ফেন্সির স্বামী জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জহিরুল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। 


ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সদস্য। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর-এর চেয়ারম্যান হিসেবে ১৯৯৬-২০০১ খ্রিঃ পর্যন্ত ছিলেন।



চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি (৫৬) খুন হয়েছেন। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সদস্য ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, যে বাড়িতে ফেন্সি খুন হন, সেটি পুলিশ সুপার কার্যালয়ের ৩০০ গজের মধ্যে অবস্থিত। ঘটনার পর পুলিশ বাড়িটিতে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।

 

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম আকবর ও জেলা আওয়ামী লীগ সদস্য সাজেদা কাকন জানান, রাতে হাঁটতে বেরিয়ে ছিলেন ফেন্সি। তার স্বামী জহিরুল নামাজে গিয়ে ছিলেন। হাঁটা শেষে ফেন্সি ঘরে ফেরেন। নামাজ শেষে জহিরুল বাসায় ফিরে তার স্ত্রীকে নিজ কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ আসে।

 

এদিকে  পুলিশ জানায়, ফেন্সির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হতে পারে।

 

ফেন্সির ভাই নাঈমউদ্দিন সাংবাদিকদের বলেন, বছর তিনেক আগে জহিরুল গোপনে আরেকটি বিয়ে করেন। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তার দ্বিতীয় স্ত্রী শহরের নাজির পাড়ায় থাকেন। 

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়লিউল্লাহ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফেন্সির স্বামী জহিরুল ও তার দ্বিতীয় স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

তিনি জানান, ময়নাতদন্তের জন্য ফেন্সির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।