ঢাকা, শনিবার ২৮, ডিসেম্বর ২০২৪ ১৬:২১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নভেরা দীপিতার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সাংবাদিক নভেরা দীপিতা

সাংবাদিক নভেরা দীপিতা

মেধাবী সাংবাদিক নভেরা দীপিতার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ জুলাই)। ইংরেজী পত্রিকা দি ডেইলি স্টারের প্রতিবেদক নভেরা দীপিতা ২০০৬ সালের এই দিনে অকাল প্রয়াত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী ছিলেন। 

নভেরা’র মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আজ আজিমপুর গোরস্থানে প্রয়াতের কবরে দোয়া এবং এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের অর্থ সাহায্য দেয়া হবে।