প্রধানমন্ত্রী নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন করেছেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এক দিনে একশ সেতু, একদিনে একশ সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গত ১৫ বছরে স্থিতিশীলতা ছিল বলে আমরা উন্নয়ন করতে পেরেছি। স্মার্ট বাংলাদেশের পরিকল্পনার পাশাপাশি ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন করেছেন। ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশিত বইয়ের সম্পাদক ও পিকেএসএফ'র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব নজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এক দিনে একশ সেতু, একদিনে একশ সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর বিপরীতে আমরা দেখেছি একটি গোষ্ঠীর বোমাবাজির দৃশ্যও। আমরা সন্ত্রাস চাই না, বোমা চাইনা, ব্রিজ-সেতুর উন্নয়ন চাই। পিতা ও কন্যার নেতৃত্বের সময়টুকু যদি দেখি স্বল্প মেয়াদেরসহ দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের পরিকল্পনার পাশাপাশি ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনাও হাতে নিয়েছি। গ্রামে গঞ্জে যে রুপান্তর ঘটছে এতে যুব সমাজ বড় ভূমিকা রাখছে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে রূপান্তর ঘটেছে, নতুন শিক্ষাক্রম করা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সব দেশে স্থিতিশীলতা বজায় ছিল তাদের উন্নয়ন থর থর করে হয়েছে। আমাদেরও গত ১৫ বছরে স্থিতি শীলতা ছিল বলে আমরা উন্নয়ন করতে পেরেছি। স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাদের অগ্রযাত্রা চলছে, শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবো।’
বইয়ের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বইটিতে ২৪০ পৃষ্ঠার বই সেখানে বিশ জনের লেখা আছে। এই যে এগিয়ে চলার গল্প অকল্পনীয়। জিডিবি ৫২ বছরে ৫২ গুণ বেড়েছে। ২০৩০ সালের মধ্যে ৭ শ বিলিয়নের অর্থনীতি হবে বলছেন বিশেষজ্ঞরা। গত ৫২ বছরে পার ক্যাপিটাল আয় ৪০ গুণ বেড়েছে।’