ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২:৩০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে অজুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। অজুফা ঝালকাঠি জেলার বাউকাঠি এলাকার বারেক মৃধার স্ত্রী।

 শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ও ভোলা সদর হাসপাতালে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯১ রোগী। এর মধ্যে বরিশালে ৭৭ জন, পটুয়াখালীতে ৬৭, পিরোজপুরে ২৪, ভোলায় ১০ ও বরগুনায় ১৩ জন রয়েছেন। শনিবার পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২৩ ডেঙ্গুরোগী।

আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৮ জন।